১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি শুরু হবে।
![]() |
| RAMADAN CALENDAR 2026 |
সলামিক ফাউন্ডেশন চলতি বছরের রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি প্রকাশ করে।
বায়তুল
মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিরা এ সময়সূচি
চূড়ান্ত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়।
সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ভোর ৫টা ১২ মিনিট ও সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট।
ইসলামিক
ফাউন্ডেশন জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে ঢাকার সময়ের
সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও
ইফতার করতে হবে।
হিজরি মাস মূলত চাঁদ
দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখার প্রেক্ষিতে এই সময়সূচি একদিন আগে-পরে
হতে পারে। বর্তমানে মুসলিম বিশ্ব রজব মাস অতিবাহিত করছে এবং রমজানের
প্রস্তুতি নিতে শুরু করেছে।
share your opinion














0 Comments