১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি শুরু হবে।- RAMADAN CALENDAR 2026

১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি শুরু হবে।

RAMADAN CALLENDER 2026
 RAMADAN CALENDAR 2026 



সলামিক ফাউন্ডেশন চলতি বছরের রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি প্রকাশ করে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিরা এ সময়সূচি চূড়ান্ত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়।

সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ভোর ৫টা ১২ মিনিট ও সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট।



ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করতে হবে।


হিজরি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখার প্রেক্ষিতে এই সময়সূচি একদিন আগে-পরে হতে পারে। বর্তমানে মুসলিম বিশ্ব রজব মাস অতিবাহিত করছে এবং রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছে। 



















 










share your opinion

Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments