২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন ? Govt Holiday list in Bangladesh 2026

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন ? 




ফেব্রুয়ারি—২০২৬

২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে অনুযায়ী পবিত্র শবে বরাতের ছুটি নির্ধারিত রয়েছে। এবার পবিত্র শবে বরাতের ছুটি দিনটি হতে পারে বুধবার। এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।

মার্চ—২০২৬

২০২৬ সালের মার্চ মাসে মাত্র এক দিন ছুটি নিতে পারলে মিলবে টানা ৭ দিনের ছুটি। এ ছাড়াও পৃথকভাবে মিলবে ৪ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ। এ মাসের ২০ মার্চ, শুক্রবার জুমাতুল বিদা। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের ছুটি থাকবে।

এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চ এক দিন ছুটি যোগ করলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। আর ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তাই ২৫ মার্চ বুধবার বা ২৯ মার্চ রোববার—যেকোনো এক দিন ছুটি পেলে টানা চার দিনের ছুটি মিলবে। এমনকি এক দিন ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের ছুটি।


এপ্রিল—২০২৬

এপ্রিলেও সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিন ছুটির নেওয়ার সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে ২ দিনের ছুটি নিতে হবে। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, আর ১৪ এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখের ছুটি থাকবে। এর মধ্যে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলেই টানা পাঁচ দিন ছুটি।

মে—২০২৬

২০২৬ সালের মে মাসে মাত্র ২ দিন ছুটি নিতে পারলে টানা ১০ দিনের অবকাশের সুযোগ মিলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে, সে দিন সারা দেশে সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি কোনো সরকারি কর্মকর্তা–কর্মচারী নিতে পারলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

আগস্ট—২০২৬

দুই দফায় লম্বা ছুটির সুযোগ আছে। তবে উভয় ক্ষেত্রেই এক দিন করে ছুটি নিতে হবে। আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা চার দিনের ছুটি মিলবে। ৭ ও ৮ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে।

এদিকে ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। কারণ ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি।


অক্টোবর—২০২৬

২০২৬ সালের অক্টোবরেও লম্বা ছুটির সুযোগ থাকছে। এক্ষেত্রে মাত্র এক দিন ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা একসঙ্গে ৫ দিনের ছুটি পাবেন। ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে আর বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর সাধারণ ছুটি। পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছুটি মেলাতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে মিলবে দীর্ঘ ছুটির সুযোগ।

ডিসেম্বর—২০২৬

বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির সুযোগ পাবেন। ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ মিলবে। বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে, আর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। মাঝের বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ৪ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।


২০২৬ সালের ছুটির তালিকা.pdf



share your opinion

Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments