![]() |
| সেন্টমার্টিন দ্বীপে নতুন ভ্রমণ নির্দেশনা |
সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নতুন ভ্রমণ নির্দেশনা জারি করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বুধবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে মোট ১২টি নির্দেশনা ঘোষণা করেছে।
নতুন নির্দেশনাগুলো হলো—
1️⃣ সেন্টমার্টিনগামী নৌযান পরিচালনার অনুমতি দেবে কেবল বিআইডব্লিউটিএ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
2️⃣ টিকিট কেবলমাত্র বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সরকারি ওয়েব পোর্টাল থেকে ক্রয় করতে হবে।
3️⃣ দ্বীপে ভ্রমণের সময়সূচি ও পর্যটক সংখ্যা থাকবে কঠোর নিয়ন্ত্রণে।
4️⃣ নভেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলা পর্যটকরা দ্বীপ ভ্রমণ করতে পারবেন।
5️⃣ ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত পরিসরে রাত্রিযাপনের অনুমতি থাকবে।
6️⃣ ফেব্রুয়ারি মাসে পর্যটকদের দ্বীপে যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।
7️⃣ প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন।
8️⃣ রাতের বেলা সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে পার্টি বা বারবিকিউ সম্পূর্ণ নিষিদ্ধ।
9️⃣ কেয়াবন ও জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন এলাকায় প্রবেশ নিষিদ্ধ।
🔟 সৈকতে কোনো ধরনের মোটরচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ।
1️⃣1️⃣ পলিথিন বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।
1️⃣2️⃣ পর্যটকদের নিজের পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিবেশবিদদের মতে, এসব নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে।
share your opinion Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন
নতুন নির্দেশনাগুলো হলো—
1️⃣ সেন্টমার্টিনগামী নৌযান পরিচালনার অনুমতি দেবে কেবল বিআইডব্লিউটিএ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
2️⃣ টিকিট কেবলমাত্র বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সরকারি ওয়েব পোর্টাল থেকে ক্রয় করতে হবে।
3️⃣ দ্বীপে ভ্রমণের সময়সূচি ও পর্যটক সংখ্যা থাকবে কঠোর নিয়ন্ত্রণে।
4️⃣ নভেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলা পর্যটকরা দ্বীপ ভ্রমণ করতে পারবেন।
5️⃣ ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত পরিসরে রাত্রিযাপনের অনুমতি থাকবে।
6️⃣ ফেব্রুয়ারি মাসে পর্যটকদের দ্বীপে যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।
7️⃣ প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন।
8️⃣ রাতের বেলা সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে পার্টি বা বারবিকিউ সম্পূর্ণ নিষিদ্ধ।
9️⃣ কেয়াবন ও জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন এলাকায় প্রবেশ নিষিদ্ধ।
🔟 সৈকতে কোনো ধরনের মোটরচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ।
1️⃣1️⃣ পলিথিন বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।
1️⃣2️⃣ পর্যটকদের নিজের পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিবেশবিদদের মতে, এসব নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে।
share your opinion Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

0 Comments