ব্যাংকক শপিং গাইড | সস্তা টু লাক্সারি 🌆 Bangkok Shopping Guide

ব্যাংকক শপিং গাইড | সস্তা টু লাক্সারি 🌆


Bangkok-Shopping-Guide for travelars
Bangkok-Shopping-Guide for travelars 


ব্যাংককে শপিং কোথা করবেন আজকে আমি তা না নিয়ে বিস্তারিত লিখব। আমরা অনেকেই থাইল্যান্ড ঘুড়তে এসে শপিং করতে চাই। কিন্তু কোথায় কিভাবে করব তা আমার অভিজ্ঞতার আলোকে লিখছি।

 
🛍️ লাক্সারি শপিং: ব্যাংককে বেশ কিছু লাক্সারি শপিং মল আছে, এগুলাতে শপিং অনেক এক্সপেনসিভ। নামি দামি সব ব্রান্ড গুলার শোরুম এখানে রয়েছে।

১. Siam Discovery, Siam Center, Siam Paragon, Siam Square, centralwOrld এগুলো সব BTS Siam এর কাছে। আপনার হোটেলের কাছে যদি বিটিএস মেট্রো থাকে তাহলে এই শপিং মলা গুলাতে যেতে বিটিএস সিয়াম নামতে হবে।

২. EmQuartier, Emporium এই দুইটি শপিং মলে যেতে হলে আপনাকে নামতে হবে বিটিএস Phrom Phong

৩. Terminal 21 Asok এটি বিটিএস Asok এর কাছে।

৪. ICONSIAM এটি সিটি সেন্টার থেকে একটু দূরে। আপনার হোটেল যদি সুকুম্ভিত এরিয়াতে হয় তাহলে BTS Krung Thonburi এসে ট্রেন চেন্জ করে Krung Thonburi (Golden Line) থেকে ট্রেন চেন্জ করে Charoen Nakhon স্টেশনে নামতে হবে। মাঝখানে সুকুম্ভিত থেকে আসার সময় আবার BTS Siam এ চেন্জ করতে হবে তবে আলাদা করে টিকেট কাটতে হবেনা কারন সেই কোম্পানির মেট্রো।
আইকন সিয়ামে আবার অনেকেই রিভার ভিউ দেখার জন্য BTS Saphan Taksin নেমে বোটে করে আইকন সিয়াম চলে আসে। বেস্ট রিভার ভিউ এর জন্য সন্ধ্যায় আসাটা ভাল হবে।

🛍️ মিড লাক্সারি বাজেট শপিং:

৫. MBK Center এটি BTS Siam/National Stadium এর কাছে।

৬. The Platinum Fashion Mall, The Palladium World Shopping.

৭. Central Rama 9 (MRT Phra Ram 9) এগুলা দেখতে পারেন।


Bangkok-Shopping-Guide for travelars
Bangkok-Shopping-Guide for travelars 



🛍️ মিড - লো বাজেট:

৮. Indra Square, Big C Supercenter Ratchadamri এটি সেন্ট্রাল ওয়ার্লড এর অপজিটে, এইগুলা দেখতে পারেন।

৯. Chatuchak Weekend Market এটি আমাদের দেশের নিউমার্কেটের মত। শুধু মাত্র Friday, Saturday and Sunday তে সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকে। যাওয়ার জন্য BTS Mo Chit এ নামতে হবে।

🛍️ নাইট মার্কেট:

১০. Pratunam Night Market এটি Indra Square এর পাশেই। একসাথে ঘুড়ে আসতে পারবেন।

১১. Palladium Night Market এটিও কাছাকাছি ৭/১০ মিনিট হাটার দূরত্ব।

১২. Indy Night Market এটি The Platinum Fashion Mall এর পাশেই

নাইট মার্কেট গুলো সাধারনত সন্ধা থেকে রাত ১১/১২ টা পর্যন্ত খোলা থাকে।

🛍️ হোলসেল মার্কেট:

১৩. Sampheng Market এটি খোলা রাত ১১ টা থেকে ভোররাত পর্যন্ত। এখানে মেয়েদের আইটেম এবং বাচ্চাদের খেলনা আইটেম বেশী। রবি বার বন্ধ।

১৪. Bo Be Market এটি খোলা রাত ১১ টা থেকে ভোররাত পর্যন্ত, এখানে বাচ্চাদের এবং মেয়েদের কাপড়চোপড় বেশী। রবি বার বন্ধ।

ফলের মার্কেট: অনেককেই দেখি থাইল্যান্ড থেকে ফল কিনে নিয়ে যায়। এর অবশ্য কারন আছে। থাইল্যান্ডের ফলের টেস্ট আমাদের দেশের মত না। অর্থাত ভেজাল ফল নাই আর কি। কম দামে বেশী করে ফল আপনি Bo Be Market এই কিনতে পারবেন।

পয়েন্ট ১, ৫, ৬, ৮, ১০, ১১, ১২ এগুলো একই এলাকায় ২-৩ কিলোমিটারের মধ্যে। গুগল ম্যাপে সার্চ করলে আইডিয়া পেয়ে যাবেন। সবগুলোতে মেট্রো লাইন নেই, সেক্ষত্রে ট্যাক্সি, টুকটুক, গ্রাব, বোল্ট ব্যাবহার করতে পারেন।
অতি জরুরী, ইউনিক কিছু (হাতের তৈরী) ব্রান্ডের জিনিস ছাড়া অন্য কিছু ব্যাংকক ছাড়া কিনবেনন। ধরা খাবেন, আমার কথা বিশ্বাস না করলে ব্যাংকক এসে যাচাই করতে পারেন।

ভ্রমনে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। মার্কেট গুলোতে ৯০ ভাগ মেয়ে বিক্রেতা। থাই-রা সাধারনত নম্র ভদ্র হয়। দয়া করে তাদের এই ভদ্রতার সুযোগ কাজে লাগিয়ে এমন কিছু করবেননা যাতে আপনার দেশের অন্য মানুষদের বিড়ম্বনায় পড়তে হয়। যেই জিনিসগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলো কেনার দরকার নেই। 🤣

~ সংগৃহীত 









share your opinion

Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments