বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে- BCS Preliminary Exam Syllabus Published 2025
2025 BCS Preliminary Exam Syllabus Released
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।
সিলেবাস অনুসারে, প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরের অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ৩০ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর।
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫ নম্বর, গাণিতিক যুক্তিতে ১৫ নম্বর, মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০ নম্বর।
![]() | |
share your opinion
Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন
0 Comments