Pealy Eco Resort & Culture Centre contact details
সুন্দরবনের নিবিড় সবুজে ঘেরা পিয়ালী ইকো রিসোর্টে আপনাকে স্বাগত! 🌳🍃 যেখানে নদীর ঢেউ আর পাখির কলতানে জাগে সকালের সূর্য। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝে দিন কাটান শান্তি আর স্বস্তির পরিবেশে। নদীর ধারে কাঠের কুঁড়েঘরে থাকুন আর প্রকৃতির সান্নিধ্যে মিশে যান। আসুন, প্রকৃতির কোলে ফিরে নিজেকে খুঁজে নিন। 🌿🏡
এখানে রয়েছে আধুনিক নির্মাণশৈলীর নানন্দিক সজ্জায় সজ্জিত ‘পিয়ালী ইকো রিসোর্ট’। বুকিং দিতে কল করুন: 01911 040463
প্যাকেজে অন্তর্ভুক্ত যে সব সেবা সমূহ পিয়ালী ইকো রিসোর্টে অফার করে থাকে
📢 পিয়ালী ইকো-রিসোর্টে এক রাত থাকা।
📢 সকালের খাবার,দুপুরের খাবার, রাতে খাবার (রাতের রেগুলার মিল অথবা বার-বি-কিউ ডিনার, ( চিকেন/ ফিস বারবিকিউ)।
📢 বিকালের নাস্তা, চা/ কফি।
📢 ট্রয়লেট্রিজ সামগ্রী।
🔊 মোংলা থেকে রিসোর্টে ফাইবার বোটে আসা যাওয়া।( শেয়ারিং বোট) গ্রুপে ৮ জনের কম অতিথি হলে বাইরোড রিসোর্টে আসা যাওয়া।
🔊 কান্ট্রি বোটে সুন্দরবনের গহীনে ক্যানেল ক্রুজিং ও জঙ্গল সাফারি।
🔊 করমজল পর্যটন কেন্দ্র ভ্রমণ। ( করমজলে প্রবেশ টিকিট গেস্ট পরিশোধ করিবেন)
🔊 ডলফিন অভয়ারণ্যে ভ্রমণ।
🔊 স্থানীয় গ্রাম পরিদর্শন।
🔊 বনবিবির থান পরিদর্শন।
🔊 স্থানীয় লোকো শিল্পীদের পরিবেশনা উপভোগ।
🔔 বুকিং পলিসি --
# প্যাকেজের মূল্যের ৫০% অগ্রিম বুকিং মানি প্রদান করে করতে হবে।
🔔 ৩ বছরের নিচের শিশু ফ্রি,
৩-৬ বছরের শিশুর জন্য শুধু খাবার বিল দিতে হবে।
🔊 যেভাবে বুকিং করা যাবে-
@ ঢাকা অফিসে এসে সরাসরি বুকিং
ঠিকানা-- পিয়ালী ইকো-রিসোর্ট এন্ড কালচারাল সেন্টার,
প্লট নাম্বার-৩৬/৩৭, ফ্লাট ৮ এফ বি, রোড-৫ ব্লক-এ
বসুন্ধরা রিভার ভিউ আবাসিক এলাকা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
ফোন বুকিং নাম্বার-
০১৯১১০৪০৪৬৩,
বিকাশ পার্সোনাল - ০১৭২৬০২৫২৩৪
নগদ পার্সোনাল - ০১৯৭৬০২৫২৩৪
ব্যাংক একাউন্ট নাম্বার --
Kamal khan
DBBL
Khulna branch
120-1510-517087
Facebook Page : Click here
share your opinion
Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন
0 Comments