Aurthohin Unmad | Phoenixer Diary 2 lyrics

Aurthohin| Unmad | Phoenixer Diary 2  lyrics 


Mercedes-Benz Presents 
In association with
Verse Imagine


 
Lyrics: Bassbaba Sumon 
Tune: Bassbaba Sumon & Mark Don 

Vocals: Bassbaba Sumon & Mark Don
Guitars: Ehtesham Ali Moeen & Mark Don 
Synth: Mark Don 
Bass: Bassbaba Sumon 
Drums: Mark Don 

Produced, Arranged & Performed by Aurthohin 


Lyrics:
 
উন্মাদ

অনেকদিন তো বসে আছি এখনো আলোর আশায়
অনেক রাত তো কেটে গেল মোর ঘুমহীন
ধীরে ধীরে হয়ে যাচ্ছি কেমন যেন আমি
যাচ্ছি কোথায় জানি না আমি অনুভূতিহীন

আমি তো হতে চাইনি
কোনো জড় এক অনুভূতি

আমি তো যেতে চাই আলোর মাঝে
যেথা নেই উন্মাদনার ঋণ

স্বপ্ন দেখি আলোর
যেন ধরে উঠায় আমাকে
আঁধারের ওপাশটা থেকে
শুধু তোমারই তোমারই জন্যে
আমি দেখি সূর্য দেখি
দেখি জোছনা আর দেখি তোমায়
পেছনে ফেলে
আঁধারটাকে ভেঙে গুড়িয়ে

অনেকদিন তো কেটে যায় শুধু তোমারই আশায়
আঁধার মোরে ছাড়েনা জাপটে ধরে
হঠাৎ মনের মাঝে আসে তোমার সব ছবি
যেন মনে হয় ছুঁচছো তুমি আমার শরীর

বুকের সব শক্তি দিয়ে চিৎকার করি
আঁধারের শিকল ভাঙতে থাকি

আমি তো যেতে চাই আলোর মাঝে
যেথা নেই উন্মাদনার ঋণ

স্বপ্ন দেখি আলোর
যেন ধরে উঠায় আমাকে
আঁধারের ওপাশটা থেকে
শুধু তোমারই তোমারই জন্যে
আমি দেখি সূর্য দেখি
দেখি জ্যোৎস্না আর দেখি তোমায়
পেছনে ফেলে
আঁধারটাকে ভেঙে গুড়িয়ে

নিয়ে যাও আমাকে
নিয়ে যাও আমাকে

---

Written by- Bassbaba Sumon
Tuned by- Bassbaba Sumon & Mark Don

Mix & Mastered by Ekram Wasi at Mixbuss Studio

Video Direction: Bassbaba Sumon 
Video Animation: Verse Imagine 
Lyrics Placements: Rid Farabi 

Facebook: fb.com/aurthohins
Web: www.aurthohin.com
Email: aurthohin@gmail.com


All rights reserved by Aurthohin





share your opinion
Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments