LAL JULY Documentary Musical Version লিরিকঃ

লাল জুলাই লিরিকঃ
____________

শিক্ষার্থীরা নামসিলো
প্রতিবাদে রাজপথে
সারাদেশের জনতাও
মিলসিলো তাদের সাথে
বুকের পাটায় কেল্লা বানায়
আবু সাঈদ ওয়াসিমরা
সেই বুকেতে গু*ল্লি করলো
পুলিশ লীগের হায়*নারা
কয়েকশো বুক ঝাঁঝরা হইলো
শহর-গ্রামের প্রান্তে
কত সন্তান এতিম হইলো
পারলো না কেউ জানতে
বইনে খুঁজতো ভাইয়ের দেহ
ফেরাউনের স্বর্গে
বাপে পাইতো পোলার লাশটা
মেডিকেলের মর্গে।




সীমান্তে রোজ মানুষ মরতো
ভারত বাপের গুল্লিতে
আঙ্গুল চুইষা চাইয়া থাকতো
স্বৈরাচারের চুল্লিতে
লোভে পইড়া যেই সেনারা
 খুনীটারে সেজদা দিতো
জানতে চাই এই মীর জাফরের
 কার টাকাতে পেটটা চলতো?
গোপালী সব পুলিশ ছিলো
স্বৈরাচারের টানবাজার
জনগনের বুকেতে
চালাইসিলো বুলডোজার

একাত্তরেও এত্তো গু*ল্লি
ঢাকার মাইনষে দ্যাহে নাই
হাসপাতালেও হা*মলা করতে
দস্যু রানীর বাঁধে নাই
র*ক্ত খাইয়া র*ক্ত হাগতো
টুঙ্গিপাড়ার ডাই*নিটা
র*ক্ত দিয়া গোসল করতো
শেখের জা*উরা জ*ঙ্গীটা।
ইতিহাসের স্বাক্ষী হইলো
লাল জুলাইয়ের জেনোসাইড
ট্যাংক, ড্রোন আনলো সবই
জনতাও করসে ফাইট।
বইনেরা সব নামসিলো
ভাইঙ্গা ভয়ের রজনী
ভাইগুলারে রক্ষা করসে
সুন্দরবনের বাঘিনী।
র‍্যাব পুলিশের লগে যুদ্ধ
গায়ে জিন্স আর গেঞ্জি
দশ হাত কলিজার
ফিয়ারলেস জেন-জি!

ইনকিলাব ইনকিলাব
 জিন্দাবাদ জিন্দাবাদ

জুয়ার দালাল সাকিবাল
খেলে ট্যাকার ধান্দায়
হ্যাডার এক্সপ্রেস মাশরাফিরে
সারা বাংলা পো*ন্দায়
আলোর খোঁজে বাইজীডি সব
জপতো চ্যাটের গল্প
সুশীল চো*দা বয়ান খুঁজতো
ইবলি*শের বিকল্প।
ন্যাকাচো*দা আপা আপা
অস্কার কুইন হাসিনা
তোর কান্দনের এ্যাক্টিং দেইখা
শাবানা কয়- বাঁচি না।

হেলিকপ্টার করলো গু*লি
স্বীকার যায় নাই খু*নিটা
সেই গুলিতে মইরা গেলো
বাপের কোলের শিশুটা
মেট্রোর লাইগা কানতো নটী
জানের কথা কইতো না
গানের লাইগা কান্দে দালাল
লা*শডির দিকে চাইতো না
রামদা নিয়া নামসিলো লীগ
অলি-গলি, ঝোপেতে
মানুষ মাই*রা ফাল্লি করতো
দা-চাপাতির কো*পেতে
কো*পের পরে মারতো রে কো*প
ঘাড়ে, বুকে, কোমড়ে
কসাই যেনো টুকরা করসে
কার বুকের ধন আহারে!আহারে!

লা*শের সংখ্যা?
জানি না
পঙ্গু কতো?
জানি না
গুমের হিসাব?
জানি না
জানি না, জানি না
জানি শুধু জীবন থাকতে
এই খু*নীরে ছাড়মু না।
বেওয়ারিশ কবর দিছে
কত শত ভাইয়েরে
অন্ধ হইছে হাজার মানুষ
দেখবে না আর চাইয়ারে।
বাইয়া বাইয়া মগজ পড়সে
গু*ল্লি খাওয়া মানুষের
চোখটা খুইলা ঝুইলা গেছে
মাগো কইয়া কান্দে ফের
হাতটা আছে, পা-টা নাই
পা আছে তো হাতটা নাই
আঙ্গুলগুলা কাইটা পড়ছে
আমার বলার শক্তি নাই।
ম*রা দেহ পইড়া ছিলো
ঘাড়ে তাহার মাথা নাই।
পোলাডিরে আগুন দিসে
মায়েও লা*শটা চিনে নাই
জ্যান্ত লোকের পেটটা ফাড়া
নাড়িভুড়ি ঝুলতাসিলো
বু*লেট বিদ্ধ মাথার খুলি
র*ক্তে রাস্তা ভাসতেসিলো।
চাক্কা দিয়া থেতলায় দিছে
কোন বাজানের মুখটারে
এপিসিতে পিষষা দিছে
কোন শহীদের বুকটারে।
সারাক্ষণই বাজে কানে
হামার ব্যাটাক মারলু ক্যানে
লক্ষ মায়ের অভিশাপে
খোদাতালার আরশ কাঁপে।
মরার আগে আমারে আর
কি দেখাইবা খোদা?
কইতে পারো এই ডা*ইনিটা
কোন নমরুদের চো*দা?

মোদিশাহীর হেরেমখানায়
পলায় গেসে ডা*ইনিটা
১৫বছর বদলা নিছে
টুঙ্গিপাড়ার সাইকোটা
ফেন্সিখোরে নে*শা কইরা
করতো বাপের বন্দেগী
লা*শ দেইক্ষা নাচতো গাইতো
জিন্দেগী - জিন্দেগী
গদির নে*শায় লাখো মানুষ
মারসে পথে ঘাটেরে
হের পরেও আফসোস লীগ
খু*নিটারে চাটেরে
দেশের ট্যাকা মায়ে পুতে
খালায় খাইসে গিল্লারে
মুজিবকোটের খু*নি গুলা
দেশটা লুটসে মিল্লারে
লা*শের উপর লা*শ রাইখ্যা
আগুন দিয়া জ্বালাইয়া
খু*নী গুলা ফুর্তি করে
বাপের দেশে পলাইয়া
মুজিব কোটের হজ্ঞল নেতা
কা কা কা কা কাউয়া
পিলখানাতে পারাইয়া
ভাংমু তগো শা*উয়া
সারা বিশ্ব চাইয়া দেখসে
লাল জুলাইয়ের অভ্যুত্থান
দড়ি ধইরা মারছি রে টান
ডা*ইনি হইসে খান খান
স্যুটকেস গুছায় শেখের বেটি
বাপের মতই পলাইসে
বাপে বেটি দুই স্বৈরাচার
বাংলাদেশটা জ্বালাইসে।
অন্তরেতে খোদাই থাকবে
চব্বিশের এই লাল জুলাই
হাসিনার নাম পালটাইয়া
নাম দিলাম বাংলার কসাই।

ইনকিলাব ইনকিলাব
জিন্দাবাদ জিন্দাবাদ।

 

 Lyricist : Sharif Osman Hadi
Co-Lyricist : Rahat Shantonu & Shafayat Ahmad
Music Composer : Rough Sun
Tune & Singer : Rahat Shantonu - জনতার কবিয়াল
Poster : Debashish Chakraborty
Superintendence : Mabrur Rashid Bannah
Ai : Artech
Edit : Shamim

 

 

 

share your opinion

Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments