বিশ্ব ইজতেমা কবে থেকে শুরু হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা Biswa Ijtema 2025 Date

 বিশ্ব ইজতেমা  কবে থেকে শুরু হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 

Biswa Ijtema 2025 Date
Biswa Ijtema 2025 Date

টঙ্গীর তুরাগ পাড়ে এবারও দুই ধাপে হবে বিশ্ব ইজতেমা। আগামী ২০২৫ সালের জানুয়ারির ৩১ এবং ১, ২ ফেব্রুয়ারি প্রথম ধাপের বিশ্ব ইজতেমা এবং ফেব্রুয়ারি মাসের ৭, ৮ এবং ৯ তারিখে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে এ তারিখ ঘোষণা করেন তিনি৷

তবে বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়ের সাহেবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না।  

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী বছর বিশ্ব ইজতেমার দুই পর্বে অনুষ্ঠিত হবে। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। 

 



বৈঠক সূত্র জানা গেছে, যেহেতু তাবলিগের দুই গ্রুপের মধ্যে মাওলানা মোহাম্মদ জুবায়েরের গ্রুপ সভায় উপস্থিত হয়নি সেহেতু প্রথম ও দ্বিতীয় ধাপের ইজতেমায় কারা আগে মাঠ পাবেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে প্রতি বছরে মাওলানা জুবায়ের আহমেদ গ্রুপ প্রথম ধাপে মাঠ পেয়ে আসছেন। কিন্তু মাওলানা সাদ কান্ধলভীর গ্রুপ একাধিকবার প্রথম ধাপের ইজতেমায় মাঠের আবেদন করলেও তাদের মাঠ দেওয়া হয়নি।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এ সভায় বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন, ইজতেমার মাঠ হস্তান্তর, ভিসা মেহমানদের ভিসা প্রদান, ভিভিআইপি ও ভিআইপিদের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ,  কন্ট্রোল রুম স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন,  মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেন/বাস, তুরাগ নদীতে ভাসমান ব্রিজ নির্মাণ নিয়ে আলোচনা হয়।

এছাড়া জরুরি দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ, মুসল্লিদের জরুরি প্রাথমিক চিকিৎসা,  অস্থায়ী দোকানপাট ব্যবস্থাপনা, বস্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, ইজতেমাস্থলে স্বাস্থ্যসম্মত খাবার বিক্র‍য় মনিটরিং, মাইক সম্প্রসারণ, সিনেমার অশ্লীল পোস্টার অপসারণ,  আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনে ব্যবস্থাসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়।

 

 

 

 

 

 

share your opinion

Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments