যেসব রাস্তা বন্ধ থাকবে বিশ্ব ইজতেমা ঘিরে Biswa Ijtema 2024 update

Biswa Ijtema 2024 update - gettyimages.com


 


 


 যেসব রাস্তা বন্ধ থাকবে বিশ্ব ইজতেমা ঘিরে


 


 আগামী ২-৪ ফেব্রুয়ারি এবং ৯-১১ ফেব্রুয়ারি দুই পর্বে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশ।


 


 বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে পরদিন দুপুর ২টা পর্যন্ত এবং ১০ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে পরদিন দুপুর পর্যন্ত আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস ও মিরের বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত উভয়মুখী রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।


ইজতেমার শুরুর দিন থেকে অর্থাৎ ১ম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ২য় পর্বে ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত মন্নু গেট থেকে কামারপাড়া রোড বন্ধ থাকবে। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী ভিভিআইপি, ভিআইপি, বিদেশি মুসল্লিদের বহনকারী যানবাহন বিএনএস টাওয়ার থেকে টঙ্গী ফ্লাইওভার হয়ে স্টেশন রোডে নেমে মন্নু গেট কামারপাড়া রোড ব্যবহার করবেন।


সদরদপ্তর আরও জানায়, আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আব্দুল্লাহপুর, ধউড় ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয়সরণী-গাবতলী হয়ে চলাচল করবে।


 একইভাবে নবীনগর, বাইপাইল ও আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ থেকে আগত যানবাহন কামারপাড়া/আব্দুল্লাপুর ক্রসিং পরিহার করে সাভার, গাবতলী দিয়ে চলাচল করবে অথবা ধউড় ব্রিজ ক্রসিং হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।


ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আগত যানবাহন কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে প্রগতি সরণী হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং (নিকুঞ্জ-১ ক্যাচি গেট) দিয়ে ইউর্টান করে চলাচল করবে। আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা থেকে ৩০০ ফিট রাস্তা দিয়ে আগত যানবাহন কুড়িল ফ্লাইওভার লুপ-২ (এয়ারপোর্টগামী) পরিহার করে প্রগতি সরণী এবং কুড়িল ফ্লাইওভার লুপ-৪ (কাকলী-মহাখালীগামী) ব্যবহার করবে। কোনোভাবেই বিমানবন্দর সড়ক ব্যবহার করা যাবে না।


 নির্দেশনায় আরও বলা হয়, উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী, বিমান অপারেশনাল যানবাহন ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহনের চালকরা বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী বিজয় সরণী হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করবেন। ঢাকা মহানগর থেকে যে সব মুসল্লি হেঁটে বিশ্ব ইজতেমায় যাবেন তাদের তুরাগ নদীর ওপরে নির্মিত বেইলি ব্রিজ অথবা কামারপাড়া ব্রিজ দিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে যাওয়ার অনুরোধ করা হলো।


বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য আখেরি মোনাজাতের দিন পদ্মা ইউলুপ এবং কুড়াতলী লুপ-২ থেকে ট্রাফিক উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় পরিবহন সেবা দেওয়া হবে।


আখেরি মোনাজাতের দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/এয়ারপোর্টগামী এক্সিট পরিহার করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।


গাড়ি পার্কিং সংক্রান্ত তথ্যাদি


ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহন নিম্নে উল্লিখিত স্থানে (বিভাগ অনুযায়ী) পার্কিং করতে হবে


ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৫নং সেক্টর এলাকাধীন কদমতলী মার্কেট, ৫নং ব্রিজের ঢাল এবং ১৭নং সেক্টর উলুদাহ মাঠ।


 সিলেট ও খুলনা বিভাগ পার্কিং: উত্তরাস্থ ১৫নং সেক্টর লেকপাড় মাঠ।


রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: ১০নং ব্রিজ, ১১নং ব্রিজ লেকের পশ্চিম পার্শ্ব, ১৬নং সেক্টরের ভিতরে ও বউবাজার মাঠ।


বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।


ঢাকা মহানগরী পার্কিং: ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টির খালি জায়গা।


ডাইভারশন সংক্রান্ত তথ্যাদি


ডাইভারশন পয়েন্টসমূহ (শুধুমাত্র আখেরী মোনাজাতের দিন আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে)


ডাইভারশন স্থান- ধউর ব্রিজ, ১৮নং সেক্টর পঞ্চবটী ক্রসিং, পদ্মা ইউলুপ, ১২নং সেক্টর খালপাড়, মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন ব্লু ক্রসিং, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে (বিশ্বরোড নিকুঞ্জ-১ কেচি গেট), কুড়াতলী ফ্লাইওভার লুপ-২, মহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্ব ও মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং।


 

 

share your opinion

Dhaka Dairy-regularly update all information about all contact information across Bangladesh.Our primary focus on Dhaka related information. এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Post a Comment

0 Comments